হৃদরোগের চিকিৎসা

হৃদরোগের চিকিৎসা

জীবনের উৎস ও জ্ঞানের কেন্দ্র বুকের বাম পাশের প্রায় দুই আঙ্গুল নিচে হৃদপিণ্ড অবস্থিত। এখানে অতি সূক্ষ্ম আত্মাটির অবস্থান কেন্দ্র বলেই উহার গুরুত্ব সবচেয়ে বেশি। কাজেই হৃদয়ে শক্তি যেমন অপরিসীম তেমনই অসুস্থতা ও যাবতীয় অশান্তিও পর্যন্ত পৌঁছে থাকে হৃদপিণ্ড।

আত্মার রোগ কঠিন ও জটিল, উহার চিকিৎসা মেডিকেল সাইন্টিস্টদের নিকট স্বীকৃত হয়েছে। অতএব যাতে প্রাণ হৃদয় সুস্থ-সবল-নিরোগ থাকতে পারে তার প্রতি সবসময় যত্নবান হবে।

হৃদরোগের কারণ:

নিরন্তর চিন্তা, অতি দুঃখ বেদনা, পেশাব-পায়খানা আটকে রাখা, ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগ্রত করা, কোষ্ঠকাঠিন্য পরিপাক পাওয়ার পূর্বে ভোজন, হৃদরোগের কারণ।

হৃদরোগের লক্ষণ:

মনের অশান্তি, বুকের মধ্যে ছটফঠ করতে থাকা। এই রোগে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে।

চিকিৎসা প্রথমে রোগের কারণ দূর করতে হবে। রোগীকে নিশ্চিত করতে হবে। রোগীকে শরীয়াত সম্মত আনন্দ ভোগ করতে হবে। ছোট ছোট ছেলে মেয়ে কোলে করে দেবে। তাদের খেলাধুলা দর্শন করবে।

অর্জুন ছাল চূর্ণ করে শরবত বানিয়ে খাবে।

অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সারে পরামর্শ করে ঔসধ সেবন করবে।

যে চারটি কারণে গোসল ফরয হয়

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Comment