আবু মুসা আশআরী (রা.) - Abu Musa Ash'ari (RA)
05:31:31 12/15/2023
আবু মুসা আশআরী (রা.)
নাম : আব্দুল্লাহ।
উপনাম : আবু মুসা।
পিতার নাম : কায়েস।
মাতার নাম : তাইয়েবা।
ইয়ামানের আশআর গোত্রের অধিবাসী হওয়ায় তাঁকে আশআরী বলা হয়। ইসলাম গ্রহণ ও হিজরত : তিনি মক্কায় প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের একজন। তিনি হাবশায় হিজরত করেন। এবং জাফর ইবনে আবু তালেবের সঙ্গী হয়ে খায়বার যুদ্ধ চলাকালে মদীনায় উপস্থিত হন।
রাষ্ট্রীয় দায়িত্ব পালন : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাঁকে খায়বারের একটি অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন। এরপর ওমর রাদ্বিয়াল্লাহু আনহুর শাসনামলে কিছুদিন কৃষ্ণায় এবং দীর্ঘদিন পর্যন্ত বসরার শাসনকর্তা ছিলেন। অত:পর ৩৪ হিজরীতে ওসমান রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে কূফার শাসনকর্তা নিযুক্ত করেন।
হাদীস শাস্ত্রে তাঁর অবদান : হযরত আবু মুসা আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু সর্বমোট ৩৬০ টি হাদীস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ও মুসলিম রহমাতুল্লাহি আলাইহি একত্রে ৫০ টি, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এককভাবে ৪৫ টি এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি ২৫ টি হাদীস বর্ণনা করেছেন।
মৃত্যু : তাঁর মৃত্যুসন নিয়ে মতভেদ আছে । আল্লামা বদরুদ্দীন আইনীর মতে তিনি ৬২ বছর বয়সে ৫৪ হিজরীতে কৃষ্ণায় ইন্তিকাল করেন।
তথ্যসূত্র-
১. সিয়ার ৪/৩৭, ২. উসদুল গাবা ৫/১১০, ৩. আলইসাবা ২/৩৫৯, ৪. তাযকিরা ১/২২, ৫. হিলইয়া ১/৩২৮।