আকাইদ অর্থ কি আকাইদ কাকে বলে? - Akaid Ortho Ki
14:04:43 06/03/2024
আকাইদ অর্থ কি আকাইদ কাকে বলে?
আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন আকাইদ অর্থ বিশ্বাস মালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ তা’য়ালার মনোনীত একমাত্র দ্বীন বা জীবন ব্যবস্থার নাম। এর দুটি দিক রয়েছে যেমন বিশ্বাস গত দিক ও আচরণগত বা প্রয়োগিক দিক।
ইসলামে বিশ্বাসগত দিকের নামই হল আকাইদ। আল্লাহ তা’আলা নবী-রাসূল, ফেরেশতা, আসমানী কিতাব, পরকাল, জান্নাত,জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এ বিষয়গুলো কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত। মুসলিম হতে হলে সবাইকে এ বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়।
এরপর,নামাজ, রোজা, হজ্ব, যাকাত ইত্যাদি প্রয়োগিক দিক তথা এবাদত পালন করতে হয়। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাস এর মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদের বিষয়ে আলোকপাত করা হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম, আকাইদ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোন ব্যক্তি যদি ভ্রান্ত আকিদা অনুসরণ করে, তাহলে সে ঈমান হারা হয়ে যায়।
সুতরাং আকিদা সম্পর্কে সকলকে সঠিক ধারণা রাখতে হবে। এ ওয়েবসাইটে আকাইদগত অনেক মাসআলা-মাসায়েল আলোচনা করা হয়ে থাকে। সুতরাং আপনার কোন বিষয়ে জানার থাকলে আমাদের ওয়েবসাইটের মেনুবারে একটি মেনু রয়েছে “প্রশ্ন করুন” এখানে গিয়ে আপনি ইসলামী যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ কুরআন ও সুন্নাহের আলোকে সঠিক উত্তর আপনাদের সামনে উপস্থাপন করা হবে।