Narrow selection

বারা ইবনে আযেব (রা.) - Bara Ibn Azeeb (RA)


05:30:00 12/15/2023

বারা ইবনে আযেব (রা.)

নাম : বারা।

উপনাম : আবু উমারা, আবু আমর, আবু তুফাইল।

পিতার নাম : আযেব। তিনি একজন আনসারী সাহাবী।

জিহাদে অংশগ্রহণ : বারা ইবনে আযেব রাদ্বিয়াল্লাহু আনহু বয়সের স্বল্পতার দরুণ আকাংখা থাকা সত্ত্বেও বদর যুদ্ধে অংশগ্রহণের আনুমতি পাননি ৷ ২৪ হিজরীতে তিনি 'রাই' নামক এলাকা জয় করেন । তিনি জঙ্গে জামাল, জঙ্গে সিফফীন ও নাহরাওয়ান প্রভৃতি যুদ্ধে আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন। হাদীস শাস্ত্রে তাঁর অবদান : হাদীস বর্ণনায় বারা ইবনে আযেব রাদ্বিয়াল্লাহু আনহুর অবদান অনেক। অসংখ্য সাহাবী ও তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন । যেমন- শা'বী, আব্দুল্লাহ, ইবনে ইয়াযিদ, আদী ইবনে সাবেত আবু ইসলাম প্রমূখ।

তার বর্ণিত হাদীস সংখ্যা : বারা ইবনে আযেব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রেওয়ায়েতের সংখ্যা ৩০৫ টি ।

ইমাম বুখারী ও মুসলিম রহমাতুল্লাহি আলাইহি সম্মিলিতভাবে ২২টি, এককভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ১৬টি এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি ৬টি হাদীস বর্ণনা করেছেন।

মৃত্যু : হযরত বারা ইবনে আযেব রাদ্বিয়াল্লাহু আনহুর মুসআব ইবনে যুবায়েরের শাসনামলে ৭২ হিজরীতে কূফা নগরীতে ইন্তিকাল করেন।

তথ্যসূত্র-

১. সিয়ার ৪/৩১২, ২. উসদুল গাবা ১/১৯৯, ৩. আলইসাবা ১/১৪২, ৪. তাযকিরা ১/৩৭, ৫. বিদায়া ৮/২৮০।

 

·ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·ইমাম মালেক রহ. এর জীবনী


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color