হযরত ইবরাহীম নাখয়ী রহ. এর জীবনী - Biography of Hazrat Ibrahim Nakhee
04:22:45 12/15/2023
হযরত ইবরাহীম নাখয়ী রহ. এর জীবনী
নাম : ইবরাহীম।
উপনাম : আবু ইমরান।
পিতার নাম : ইয়াযিদ।
নিসবতী নাম : নাখয়ী।
তিনি একজন বিশিষ্ট তাবেয়ী ছিলেন।
জন্ম : তিনি ৪৭ হিজরীতে কূফায় জন্মগ্রহণ করেন।
গুণাবলী : তিনি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফক্বীহ এবং পরহেযগার মানুষ ছিলেন। তার নির্ভরযোগ্যতা এবং ফিক্বাহ শাস্ত্রে তাঁর গভীর জ্ঞানের ব্যাপারে সকল আলেম একমত পোষণ করেছেন। তিনি কূফার মুফতী ছিলেন।
হাদীস শাস্ত্রে তাঁর অবদান : হাদীস শাস্ত্রে তাঁর দখল ছিল অনেক বেশী। হযরত মাসরুক, আলকামা, আবু মা'মার, শুরাই কাযী, আব্দুর রহমান ইবনে ইয়াযিদ, হাম্মাম ইবনে হারেস রহমাতুল্লাহি আলাইহিম প্রমূখ থেকে তিনি হাদীস রেওয়ায়েত করেছেন।
মৃত্যু : হযরত ইবরাহিম নাখয়ী রহমাতুল্লাহি আলাইহি ৯৬ হিজরীতে ইন্তেকাল
করেন।
তথ্যসূত্র-
১. সিয়ার ৫/৪১৫, ২. হিলইয়া ২/৩৬৩, ৩. তাহযীবুল কামাল ১/৩০৭, ৪. তাযকিরা ১/৫৯, ৫. আততারীখুল কাবীর ১/৩১৫, ৬. তাহযীবুত তাহযীব ১/১৯৪।