Narrow selection

কা'ব ইবনে মালেক আনসারী রা. এর জীবনী - Biography of Ka'b Ibn Malek Ansari


04:56:59 12/15/2023

কা'ব ইবনে মালেক আনসারী রা. এর জীবনী

নাম : কা'ব।

উপনাম : আবু আব্দুল্লাহ, আবু আব্দুর রহমান, আবু মুহাম্মদ, আবু বশীর পিতার নাম- মালেক।

মাতার নাম : সায়লা বিনতে যায়েদ।

তিনি মদীনার খাযরাজ গোত্রের সন্তান।

 

জন্ম ও ইসলাম গ্রহণ : তিনি হিজরতের প্রায় ২৭ বছর পূর্বে জন্মগ্রহণ করেন এবং দ্বিতীয় আকাবায় ইসলাম গ্রহণ করেন।

 

বৈশিষ্টাবলী : তিনি একজন কবি সাহাবী ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনার যাঁরা জবাব দিতেন তাঁদের তিন জনের মধ্যে তিনি একজন । তাবুক যুদ্ধে তিনি অনুপস্থিত থাকার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পঞ্চাশ দিন পর্যন্ত তাঁর সাথে কথাবার্তা বন্ধ রাখেন । যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাঁর তওবা কবুল করে আয়াত নাযিল করেছেন। শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন।

 

হাদীস শাস্ত্রে তাঁর অবদান : তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উসাইদ ইবনে হুযাইর থেকে ৮০টি হাদীস রেওয়ায়েত করেছেন। বুখারী ও মুসলিমে যৌথভাবে ৩টি, বুখারীতে ১টি এবং মুসলিম শরীফে ২টি হাদীস উল্লেখ আছে।

 

মৃত্যু : ইকমাল গ্রন্থকারের মতে তিনি ৫০ হিজরীতে ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৪/১২৩, ২. উসদুল গাবা ৩/৫৩৭, ৩. আলইসাবা ৩/৩০২, ৪. তাযকিরা ১/৩৮।

 

·ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·ইমাম মালেক রহ. এর জীবনী


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color