Narrow selection

মাসরুক রহ. এর জীবনী - Biography of Masrukh


15:44:25 12/14/2023

মাসরুক রহ. এর জীবনী

নাম : মাসরুক।

উপনাম : আবু আয়েশা।

পিতার নাম : আল-আজদা।

তিনি একজন প্রথম সারির তাবেয়ী।

 

মাসরুক নামের কারণ : শিশুকালে একবার তিনি চুরি হয়ে গিয়েছিলেন। একারণে তিনি মাসরুক নামে প্রসিদ্ধি লাভ করেন।

ইসলাম গ্রহণ : তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন। তবে তাঁর সাক্ষাত লাভ করার সৌভাগ্য অর্জন করতে পারেন নি।

 

গুণাবলী : তিনি ফেকাহ এবং হাদীস শাস্ত্রে গভীর পাণ্ডিত্বের অধিকারী ছিলেন। ইজলী রহমাতুল্লাহি আলাইহি বলেন- তিনি একজন শীর্ষস্থানীয় তাবেয়ী, নির্ভরযোগ্য হাদীস বিশারদ এবং ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর ঐসব শাগরেদদের অন্যতম ছিলেন যাঁরা কুরআন মজীদ শিক্ষা দিতেন এবং ফতোয়া প্রদান করতেন। তিনি অধিক ইবাদতগুয়ার ছিলেন। তাঁর স্ত্রী বর্ণনা করেন- তিনি এতো দীর্ঘ সময় নামাযে দাঁড়িয়ে থাকতেন যে, তাঁর পা অবশ হয়ে যেতো। তিনি আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পেছনে নামায আদায় করেছেন এবং ওমর ও ওসমান রাদ্বিয়াল্লাহু আনহুমার সঙ্গে সাক্ষাত লাভ করেছেন। মুহাম্মদ ইবনে মুনতাশির বলেন- বসরার শাসনকর্তা তাঁকে ৩০ হাজার দেরহাম হাদিয়া দিয়েছিলেন। প্রয়োজন থাকা স্বত্ত্বেও তিনি তা গ্রহণ করেননি।

 

তিনি যাঁদের থেকে হাদীস বর্ণনা করেছেন : হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়ায ইবনে জাবাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহুম সহ অনেক সাহাবী থেকে তিনি হাদীস রেওয়ায়েত করেছেন।

 

মৃত্যু : এই মহান মনীষী ৬২ হিজরীতে ইন্তেকাল করেন।

 

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৫/৯৪, ২. তাহযীবুল কামাল ৯/৫৮৬, ৩. আততারীখুল কাবীর ৭/৩৪৬, ৪. তাহযীবুত তাহযীব ৮/১৩৩, ৫. হিলইয়া ১/৫৫৬।

 

·        ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·        ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·        ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·        ইমাম মালেক রহ. এর জীবনী


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color