মুগীরা ইবনে শু'বা এর জীবনী - Biography of Mughira Ibn Shu'ba
05:14:22 12/15/2023
মুগীরা ইবনে শু'বা এর জীবনী
নাম : মুগীরা ।
উপনাম : আবু আব্দুল্লাহ, আবু মুহাম্মদ, আবু ঈসা ।
পিতার নাম : শু’বা ।
ইসলাম গ্রহণ ও হিজরত : তিনি খন্দক যুদ্ধের বছর পঞ্চম হিজরীতে ইসলাম গ্রহণ করেন । ইসলাম গ্রহণ করার পরপরই তিনি মদীনায় হিজরত করেন। সর্বপ্রথম তিনি খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর বাইআতে রিদওয়ান, হুদাইবিয়ার সন্ধি, ইয়ামামা, কাদেসীয়া প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করেন ।
খেলাফতের দায়িত্ব পালন : হযরত মুগীরা ইবনে শু'বা রাদ্বিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণ ও মেধাবী ছিলেন। হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহু প্রথমে তাঁকে বসরা এবং পরে কূফার গভর্ণর নিযুক্ত করেন। হযরত মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর শাসনামলে ৪১ হিজরীতে পুনরায় তিনি কূফার গভর্ণর নিযুক্ত হন ।
হাদীস রেওয়ায়েতে তাঁর অবদান : খেলাফতের দায়িত্বে ব্যস্ত থাকায় তিনি হাদীস রেওয়ায়েতের ক্ষেত্রে বেশী অবদান রাখতে পারেননি । তিনি সর্বমোট ১৩৬ টি হাদীস রেওয়ায়েত করেছেন । যৌথভাবে বুখারী ও মুসলিমে ১২টি, বুখারীতে এককভাবে ১টি এবং মুসলিম শরীফে ১টি হাদীস উল্লেখ আছে । বহুসংখ্যক সাহাবী ও তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন ।
মৃত্যু : হযরত মুগীরা ইবনে শু'বা ৪৯ হিজরীতে ৭০ বছর বয়সে ইন্তেকাল করেন ।
তথ্যসূত্র-
১. সিয়ার ৪/১৯৯, ২. উসদুল গাবা ৪/১৮১, ৩. আলইসাবা ৩/৪৫২, ৪. তাযকিরা ১/৩৮ ।