Narrow selection

নাফে রহ. এর জীবনী - Biography of Nafe


15:42:14 12/14/2023

নাফে রহ. এর জীবনী

উপনাম : আবু আব্দুল্লাহ, আল-মাদানী

পিতার নাম : সারজিস।

তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহুর আযাদকৃত গোলাম এবং শীর্ষস্থানীয় একজন তাবেয়ী

 

আযাদপূর্ব জীবন : নাফে রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ তিরিশ বছর ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহুর খেদমত করেছেন। ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহু একদিন তাঁকে ত্রিশ হাজার দিরহাম প্রদান করলে তিনি এই বলে ফিরিয়ে দেন যে, এই সম্পদ আমকে ফেতনায় ফেলতে পারে। এরপর ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে মুক্ত করে দেন। ক্রীতদাসদের মধ্যে যাঁরা মর্যাদার আসনে সমাসীন হয়েছিলেন তিনি তাদের শীর্ষে।

 

গুণাবলী : তিনি একজন বিশষ্ট মুহাদ্দিস এবং ফেকাহবিদ ছিলেন। সেকাহ রাবীদের মধ্যে তিনি বিশেষ খ্যাতি লাভ করেছেন । ইমাম মালেক রহমাতুল্লাহি আলাইহি বলেন- আমি যখন নাফের সূত্রে ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীস শ্রবণ করতাম তখন অন্য কারো নিকট শোনার প্রয়োজন বোধ করতাম না। তাঁর সেকাহ এবং বিশুদ্ধতম হওয়ার ক্ষেত্রে সকলেই একমত পোষণ করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন- মালেক আন নাফে আন ইবনে ওমর) হলো বিশুদ্ধতম সনদ।

 

যাঁদের থেকে হাদীস রেওয়ায়েত করেছেন : হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরাইরা, আবু সাঈদ খুদরী, আয়েশা, রাফে ইবনে খাদিজ রাদ্বিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী থেকে তিনি হাদীস রেওয়ায়েত করেছেন। এবং অনেক রাবী তাঁর থেকে হাদীস রেওয়ায়েত করেছেন।

 

মৃত্যু : ১১৭ হিজরীতে তিনি ইন্তেকাল করেন।

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৫/৫৫৪, ২. তাহযীবুল কামাল ১০/২৫৯, ৩. তাযকিরা ১/৭৬, ৪. আততারীখুল কাবীর ৭/৩৮৮, ৫. তাহযীবুত তাহযীব ৮/৪৬৬।

 

·        ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·        ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·        ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·        ইমাম মালেক রহ. এর জীবন


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color