Narrow selection

ওমর ইবনে আব্দুল আযীয রহ. এর জীবনী - Biography of Omar Ibn Abdul Aziz


15:49:10 12/14/2023

ওমর ইবনে আব্দুল আযীয রহ. এর জীবনী

নাম : ওমর।

উপনাম : আবু হাফছ।

পিতার নাম : আব্দুল আযীয ইবনে মারওয়ান।

মাতার নাম : লায়লা বিনতে আছেম।

 

জন্ম : ওমর ইবনে আব্দুল আযীয রহমাতুল্লাহি আলাইহি ৬১ হিজরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন তাবেয়ী

 

শিক্ষা অর্জন : তিনি ওমর রাদ্বিয়াল্লাহু আনহুর নাতী হওয়ার সুবাদে মদীনার বড় বড় মনীষীদের সান্নিধ্য লাভে ধন্য হন। বাল্যকালে পিতা তাকে

শিক্ষালাভের জন্য মদীনায় প্রেরণ করেন। সেখানে তিনি মামাদের সংস্পর্শে অল্প দিনেই নানা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন।

 

খেলাফতের দায়িত্ব পালন : খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ানের শাসনামলে তিনি দামেস্কের শাসনভার গ্রহণ করেন। অতঃপর ওয়ালিদের শাসনামলে কিছুদিন মদীনার গভর্ণর ছিলেন। এরপর ৯৯ হিজরীতে সুলায়মান ইবনে আব্দুল মালেকের মৃত্যুর পর খেলাফতের মসনদে আসীন হন। ২ বছর ৫ মাস কয়েকদিন তিনি খেলাফতের মসনদে সমাসীন ছিলেন।

 

গুণাবলী : ওমর ইবনে আব্দুল আযীয রহমাতুল্লাহি আলাইহি খোলাফায়ে রাশেদার সোনালী যুগ ফিরিয়ে এনেছিলেন। আবেদ, পরহেযগার, খোদাভীরু এবং ন্যায়পরায়ণতার ক্ষেত্রে তিনি ছিলেন প্রবাদতুল্য। তাঁর শাসনামলে কোন অভাবী মানুষ ছিলো না।

হাদীস শাস্ত্রে তাঁর অবদান : তিনি একজন মুজতাহিদ ও মুজাদ্দিদ ছিলেন। সর্বপ্রথম তিনিই সরকারীভাবে হাদীস সংকলন এবং পুস্তক আকারে বিন্যস্ত করেন।

 

 

যাঁদের থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন : সাহাবী আনাস ইবনে মালেক, ওকবা ইবনে আমের, সায়েব ইবনে ইয়াযিদ, খাওলা বিনতে হাকীম রাদ্বিয়াল্লাহু আনহুম,তাবেয়ী সাঈদ ইবনুল মুসাইয়েব, উরওয়া ইবনে যুবায়ের, ইবরাহিম ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহিম প্রমূখ।

 

মৃত্যু : ১০১ হিজরীতে ৪০ বছর বয়সে হেমস শহরের দীরে সুমআন নামক স্থানে তিনি ইন্তেকাল করেন।

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৫/৫৬৬, ২. তাহযীবুল কামাল ৭/৫১৪, ৩. তাযকিরা ১/৮৯, ৪. আততারীখুল কাবীর ৬/৩২, ৫. তাহযীবুত তাহযীব ৬/৮১।

 

·        ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·        ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·        ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·        ইমাম মালেক রহ. এর জীবন


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color