সাঈদ ইবনুল মুসাইয়েব রহ. এর জীবনী - Biography of Saeed Ibnul Musayyab
04:18:20 12/15/2023
সাঈদ ইবনুল মুসাইয়েব রহ. এর জীবনী
নাম : সাঈদ।
উপনাম : আবু মুহাম্মদ।
পিতার নাম : মুসাইয়েব।
তিনি একজন বিশিষ্ট তাবেয়ী ছিলেন। তাঁর পিতা ও দাদা উভয়ে মুসলমান ছিলেন।
জন্ম : ওমর রাদ্বিয়াল্লাহু আনহুর খেলাফতের দু'বছর অতিক্রম হওয়ার পর তিনি জন্মগ্রহণ করেন।
গুণাবলী : হযরত সাঈদ ইবনুল মুসাইয়েব রহমাতুল্লাহি আলাইহি অসংখ্য গুণের আধার ছিলেন। বিশেষ করে ফেক্বাহ ও উলুমুল হাদীস শাস্ত্রে তাঁর অগাধ পাণ্ডিত্ব ছিল। ইবাদত-বন্দেগী ও তাকওয়া-পরহেযগারীতে তিনি অতুলনীয় ছিলেন। হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের ভাণ্ডার এবং হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহুর বিচার ব্যবস্থার তিনি ছিলেন সবচেয়ে বড় আলেম। হযরত মাকহুল রহমাতুল্লাহি আলাইহি বলেন- আমি ইলমে দ্বীন অন্বেষণে পৃথিবীর বহু স্থানে গমন করেছি, কিন্তু ইবনুল মুসাইয়েবের চেয়ে বড় আলেম কাউকে দেখিনি। তিনি ছিলেন মদীনাবাসীর জ্ঞানের মুকুট। রাজা- বাদশাহদের থেকে তিনি কিছুই গ্রহণ করতেন না। তৈল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি চল্লিশ বার হজ্ব পালন করেছেন। ইমাম শাফেয়ী রহমাতুল্লাহি আলাইহি বলেন-তাঁর মুরছাল হদীস আমার কাছে হাসান।
মৃত্যু : সাঈদ ইবনে মুসাইয়েব রহমাতুল্লাহি আলাইহি ৮০বছর বয়সে ৯৩ হিজরীতে ইন্তেকাল করেন।
তথ্যসূত্র-
১. সিয়ার ৫/২০৫, ২. হিলইয়া ২/৫৬, ৩. তাহযীবুল কামাল ৪/২১২, ৪. তাযকিরা ১/৪৪, ৫. আততারীখুল কাবীর ৪/৭, ৬. তাহযীবুত তাহযীব ৩/৩৭২।