Narrow selection

তামীমে দারী রা. এর জীবনী - Biography of Tamime Dari


04:46:49 12/15/2023

তামীমে দারী রা. এর জীবনী

নাম : তামীম।

উপনাম : আবু রুকাইয়া দারী।

পিতার নাম : আউস।

তিনি একজন শীর্ষস্থানীয় সাহাবী ছিলেন।

 

ইসলাম গ্রহণ : তিনি নবম হিজরীতে খৃষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদ্বিয়াল্লাহু আনহুর শাহাদাতের পূর্ব পর্যন্ত তিনি মদীনায় বসবাস করেন। ওসমান রাদ্বিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তিনি সিরিয়ায় চলে যান । অতঃপর সেখান থেকে বায়তুল মাকদাসের পার্শ্বে মৃত্যু পর্যন্ত বসবাস করেন।

 

গুণাবলী : হযরত তামীমে দারী রাদ্বিয়াল্লাহু আনহু পূর্ববর্তী আসমানী কিতাবের একজন আলেম ছিলেন। তিনি এক রাকাআতে সম্পুর্ণ কুরআন মজীদ খতম করতেন। কখনো একটি আয়াতকেই সারারাত বারবার তেলাওয়াত করতে করতে ভোর করে ফেলতেন। হযরত ইবনে মুনকাদির রহমাতুল্লাহি আলাইহি বলেন- একবার তিনি তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠতে না পেরে সকাল পর্যন্ত ঘুমিয়ে ছিলেন। একারণে তিনি শাস্তি স্বরুপ পূর্ণ এক বছর নামাজের মাধ্যমে বিনিদ্র রাত যাপন করেন।

 

হাদীস শাস্ত্রে তাঁর অবদান : তিনি সর্বমোট ১৮টি হাদীস বর্ণনা করেছেন। দাজ্জাল ও গোয়েন্দা জানোয়ারের আশ্চর্য ঘটনাবলী তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি তাঁর সূত্রে একটি হাদীস বর্ণনা করেছেন।

 

মৃত্যু : তিনি ৪০ হিজরীতে সিরিয়ায় মৃত্যুবরণ করেন। কারো কারো মতে তিনি সিরিয়ায় সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবী।

তথ্যসূত্র-

১. সিয়ার ৪/৭৪, ২. উসদুল গাবা ১/২৪৭, ৩. আলইসাবা ১/১৮৩, ৪. তাহযীবুল কামাল ২/১৩৯, তাযীবুত তাহযীব ১/৫৩৯।

 

 

·ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·ইমাম মালেক রহ. এর জীবনী

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color