Narrow selection

উম্মে সুলাইম বিনতে মিলহান রা. এর জীবনী - Biography of Umm Sulaym bint Milhan


04:36:50 12/15/2023

হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান রা. এর জীবনী

নাম : তাঁর প্রকৃত নাম সম্পর্কে মতভেদ আছে। তবে তিনি উম্মে সুলাইম উপনামেই বেশী পরিচিত।

পিতার নাম : মিলহান।

তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা এবং আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর মাতা । উম্মে সুলাইম ছিলেন মদীনার নাজ্জার গোত্রের মহিলা।

 

বৈবাহিক জীবন ও ইসলাম গ্রহণ : তাঁর প্রথম বিবাহ হয় মালেক ইবনে নযরের সাথে। সেই গর্ভে হযরত আনাস রাদ্বিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। মালেক ইবনে নযর সিরিয়ায় চলে গিয়ে মৃত্যুবরণ করার দীর্ঘদিন পর হযরত আবু তালহা রাদ্বিয়াল্লাহু আনহুর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বেই উম্মে সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা মদীনায় ইসলাম গ্রহণ করেন।

 

বৈশিষ্টাবলী : তিনি অনেক বড় বড় জিহাদে অংশগ্রহণ করেন। আহত

মুজাহিদগণের সেবা এবং পানি পান করানোর জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে তাঁকে সহ আরও কিছু নারীকে সঙ্গে নিতেন। উম্মে সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা পুত্র আনাসকে রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সমর্পণ করে দিয়েছিলেন । তিনি ছিলেন ধৈর্যশীলা নারী এবং বুদ্ধিমতি।

সাহাবায়ে কেরামের মধ্যে কোন মতানৈক্য দেখা দিলে তাঁরা তাঁর শরণাপন্ন হতেন।

 

হাদীস রেওয়ায়েতে তাঁর অবদান : তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ১৪টি হাদীস বর্ণনা করেছেন। সহীহ বুখারী ও মুসলিমে একত্রে ১টি এবং এককভাবে বুখারীতে ১টি ও মুসলিম শরীফে ২টি হাদীস উল্লেখ আছে।

 

মৃত্যু : ওসমান রাদ্বিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি ইন্তিকাল করেন।

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৩/৫৩২, ২. উসদুল গাবা ৫/৪৫৬, ৩. আলইসাবা ৪/৪৬১, ৪. তাযকিরা ১/৩৮।

 

 

·ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·ইমাম মালেক রহ. এর জীবনী

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color