Narrow selection

​​​​​​​উম্মুল ফযল বিনতে হারিস রা.এর সংক্ষিপ্ত জীবনী - Biography of Ummul Fazal Binte Haris


04:30:09 12/15/2023

উম্মুল ফযল বিনতে হারিস রা.এর সংক্ষিপ্ত জীবনী

নাম : লুবাবাহ।

উপনাম : উম্মুল ফযল।

পিতার নাম : হারিস।

মাতার নাম : হিন্দা বিনতে আউফ।

তিনি উম্মুল মুমিনীন হযরত মায়মুনা রাদ্বিয়াল্লাহু আনহার সহোদরা বোন। 

 

ইসলাম গ্রহণ : এক বর্ণনামতে উম্মুল ফজল রাদ্বিয়াল্লাহু আনহা হযরত খাদিজা রাদ্বিয়াল্লাহু আনহার পরে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন।

 

সন্তানাদি : আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সঙ্গে তাঁর বিয়ে হয়। হযরত আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর সন্তানদের অধিকাংশই তাঁর গর্ভে জন্মগ্রহণ করেন। রঈসুল মুফাফসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হযরত তাম্মাম রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর গর্ভের সন্তান।

 

হাদীস শাস্ত্রে তাঁর অবদান : তিনি রাসুল সা থেকে ৩০ টির মতো হাদীস রেওয়ায়েত করেছেন । বুখারী ও মুসলিমে যৌথভাবে ১টি, এককভাবে বুখারী ও মুসলিমে ১টি করে হাদীস বর্ণিত হয়েছে।

 

মৃত্যু : হযরত উম্মুল ফজল রাদ্বিয়াল্লাহু আনহা ওসামান রাদ্বিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ইন্তেকাল করেন । তখনো তাঁর স্বামী আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন।

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৩/৫৩৯, ২. উসদুল গাবা ৫/৪৮১, ৩. আলইসাবা ৪/৪৮২, ৪. তাযকিরা ১/৩৮।

 

 

·ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·ইমাম মালেক রহ. এর জীবনী

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color