Narrow selection

উরওয়া ইবনে যুবায়ের এর জীবনী - Biography of Urwa ibn Jubayr


15:37:47 12/14/2023

উরওয়া ইবনে যুবায়ের রহ. এর জীবনী

নাম : উরওয়া।

উপনাম : আবু আব্দুল্লাহ।

পিতার নাম : যুবাইর।

মাতার নাম : আসমা বিনতে আবু বকর।

তিনি শীর্ষস্থানীয় তাবেয়ী ও মদীনার প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহ ছিলেন। জন্ম- ২৩ হিজরীতে তিনি জন্মগ্রহণ করেন।

 

গুণাবলী : মদীনার প্রসিদ্ধ সাতজন ফকীহদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর নাতী অর্থাৎ আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার বোনের ছেলে হওয়ার সুবাদে তিনি আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে অধিক হাদীস বর্ণনা করেছেন। ইবনে সা'দ বলেন- তিনি সেকাহ, অধিক হাদীস বর্ণনাকারী, ফেকাহবিদ এবং গভীর এলেমের অধিকারী ছিলেন।

 

তিনি যাঁদের থেকে হাদীস বর্ণনা করেছেন : পিতা যুবাইর, মাতা আসমা বিনতে আবু বকর, খালা আয়েশা, হযরত আলী, আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুম সহ অনেক সাহাবা থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন।

 

মৃত্যু : তিনি ৯১ হিজরীতে ইন্তেকাল করেন।

 

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৫/৩৪৭, ২. তাহযীবুল কামাল ৭/১১২, ৩. তাযকিরা ১/৫০, ৪. আততারীখুল কাবীর ৬/৩৩৯, ৫. তাহযীবুত তাহযীব ৫/৫৪৫, ৬. হিলইয়া ২/৭০।

 

 

·        ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·        ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·        ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·        ইমাম মালেক রহ. এর জীবনী


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color