যায়েদ ইবনে সাবেত আনসারী রা. এর জীবনী - Biography of Zayd Ibn Sabet Ansari
05:02:16 12/15/2023
যায়েদ ইবনে সাবেত আনসারী রা. এর জীবনী
নাম : যায়েদ।
উপনাম : আবু সাঈদ ও আবু খারেজা । উপাধি- কাতেবে ওহী, বাহরুল উলুম। পিতার নাম : সাবিত।
তিনি হিজরতের একবছর পুর্বে এগার বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।
রাসুল সা. এর সান্নিধ্য এবং গুণাবলী : হিজরতের পর তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে পূর্ণ সময় অতিবাহিত করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কাতেবে ওহী নিযুক্ত করেন। তিনি হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর যামানায় কুরআন মজীদ লিপিবদ্ধ করেন এবং উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় কুরআনে পাকের নুসখা তৈরী করেন। মীরাস সংক্রান্ত মাসআলায় যাঁরা দক্ষ ছিলেন তিনি তাঁদের অন্যতম।
আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি মজলিশে শুরার সদস্য ছিলেন । হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহুর যামানায় কাজীর দায়িত্ব এবং উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর যামানায় কেন্দ্রীয় বাইতুল মালের তত্ত্ববধায়কের দায়িত্ব পালন করেন।
হাদীস শাস্ত্রে তাঁর অবদান : তিনি সর্বমোট ৯২টি হাদীস বর্ণনা করেছেন।
মৃত্যু : যায়েদ ইবনে সাবেত রাদ্বিয়াল্লাহু আনহুর মুত্যুসন নিয়ে মতভেদ রয়েছে। ইকমাল গ্রন্থাগারের মতে ৫৪ বছর বয়সে ৪৫ হিজরীতে তিনি মদীনায় ইন্তেকাল করেন।
তথ্যসূত্র-
১. সিয়ার ৪/৬৫, ২. উসদুল গাবা ২/২৩৫, ৩. আলইসাবা ১/৫৬১, ৪. তাযকির ১/২৭।