Narrow selection

জুবাইর ইবনে মুতয়িম রা. এর জীবনী - Biography of Zubair Ibn Mutayim


04:52:46 12/15/2023

জুবাইর ইবনে মুতয়িম রা. এর জীবনী

নাম : জুবাইর।

উপনাম : আবু আদী আল-কুরাইশী আন্ নাওফেলী।

 

পিতার নাম : মুতয়িম ।

মাতার নাম : উম্মে হাবীব বা উম্মে জামীল।

 

ইসলাম গ্রহণ : তিনি খায়বারের বছর ইসলাম গ্রহণ করেছেন। কারো মতে মক্কা বিজয়ের দিন বা হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের মাঝামাঝি সময়ে ইসলাম গ্রহণ করেছেন।

 

বৈশিষ্টাবলী : তিনি আরবদের নসবনামা (বংশ তালিকার) এর ব্যপারে বিশেষজ্ঞ ছিলেন । তাঁর কাছ থেকে মানুষ নসবনামার জ্ঞান আহরণ করত । তিনি ছিলেন একজন দক্ষ বিচারক । হযরত ওসমান রাদ্বিয়াল্লাহু আনহু এবং তালহা রাদ্বিয়াল্লাহু আনহু একটি বিষয়ের ফায়সালার দায়িত্ব তাঁর কছে পেশ করেছিলেন । মুসলমান হওয়ার পূর্বে তিনি ইসলামের বিরুদ্ধে কঠোর ছিলেন । কিন্তু মুসলমান হওয়ার পর সর্বস্ব আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন।

হাদীস শাস্ত্রে তাঁর অবদান : তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৬০টি হাদীস বর্ণনা করেছেন।

 

মৃত্যু : তিনি মদীনার স্থায়ী বাসিন্দা হয়েছিলেন। নির্ভরযোগ্য মতানুসারে ৫৯ হিজরীতে তিনি মদীনাতেই ইন্তেকাল করেন।

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৪/২৪৭, ২. উসদুল গাবা ১/৩১০, ৩. আলইসাবা ১/২২৫, ৪. তাযকিরা ১/৩৭।

 

·ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·ইমাম মালেক রহ. এর জীবনী


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color