হাম্মাদ ইবনে সালামাহ রহ. এর জীবনী - Hammad Ibn Salamah. Biography of
15:32:30 12/14/2023
হাম্মাদ ইবনে সালামাহ রহ. এর জীবনী
নাম : হাম্মাদ।
পিতার নাম : সালামাহ।
গুণাবলী : হাম্মাদ ইবনে সালামাহ রহমাতুল্লাহি আলাইহি কারী, ফকীহ, অধিক কুরআন তেলাওয়াতকারী এবং বিদআতের ব্যপারে অত্যন্ত কঠোর ছিলেন । আফ্ফান বলেন- কুরআন তেলাওয়াত, দান-খয়রাত এবং আল্লাহর ওয়াস্তে আমল করার ক্ষেত্রে তাঁর চেয়ে যত্নবান আর কাউকে দেখিনি । কেরাত, তাসবীহ, হাদীস বর্ণনা অথবা নামাজ এগুলোতে তিনি সর্বদা লিপ্ত থাকতেন। বসরার সবচেয়ে বড় মুফতি ছিলেন তিনি। কারো মতে তিনি আবদাল ছিলেন। আবদালের আলামত হলো সন্তনাদি না হওয়া। তিনি পর্যায়ক্রমে সত্তর জন মহিলাকে বিবাহ করেছেন কিন্তু কোন সন্তান হয়নি। ইবনুল মাদীনী বলেন- হাম্মাদের বিরুদ্ধে কেউ লেগে থাকলে তার মুসলমান হওয়ার ব্যপারে সন্দেহ আছে।
মৃত্যু : ১৬৭ হিজরীতে এই মহামনীষী ইন্তেকাল করেন।
তথ্যসূত্র-
১. সিয়ার ৭/৩১৫, ২. তাহযীবুল কামাল ৩/১১০, ৩. তাযকিরা ১/১৫১, ৪. আততারীখুল কাবীর ৩/২৪, ৫. তাহযীবুত তাহযীব ২/৪২৩, হিলইয়া ৫/১৬৮।