ইমাম আবু দাউদ রহ. এর জীবনী - Imam Abu Dawood. Biography of
15:19:16 12/14/2023
ইমাম আবু দাউদ রহ. এর জীবনী
নাম : সুলায়মান।
কুনিয়ত : আবু দাউদ। এনামেই তিনি পরিচিতি লাভ করেন।
পিতার নাম : আশআছ।
পূর্ণ নাম : আবু দাউদ সুলাইমান ইবনে আশআছ সিজিস্তানী।
জন্ম : ২০২ হিজরী ৮১৭ খ্রীষ্টাব্দে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির সিজিস্তানে জন্মগ্রহণ করেন।
শিক্ষা অর্জন : প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি দশ বছর বয়সে নিশাপুরের একটি মাদরাসায় হাদীসের এলম অর্জন শুরু করেন। এরপর হাদীস সংগ্রহের নেশায় কৃষ্ণা, বাগদাদ, মিশর, শাম, হিসাম ও ইরাকের বিভিন্ন এলাকা সফর করেছেন। আহমাদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মায়ীন, কুতাইবা ইবনে সাঈদ, ওসমান ইবনে আবি শায়বা প্রমূখ মুহদ্দিস থেকে তিনি এলম অর্জন করেন।
সুনানে আবু দাউদ : ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির হাদীস বিষয়ে বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তাঁর সবচেয়ে বড় কীর্তি হলো ‘সুনানে আবু দাউদ' রচনা । সিহাহ সিত্তার মধ্যে তৃতীয় স্তরে স্থান পেয়েছে এই কিতাব। দীর্ঘ বিশ বছরে তিনি পাঁচ লক্ষ হাদীস থেকে নির্বাচন করে ৪৮০০ (চারহাজার আটশত) হাদীস এতে উল্লেখ করেছেন । এর সমস্ত হাদীস মুহাদ্দিসগণের নিকট গ্রহণযোগ্য। ফিক্বহী তারতীবে এটি লেখা হয়েছে ।
মৃত্যু : ২৭৫ হিজরীতে ১৬ই শাওয়াল তিনি ইন্তেকাল করেন।
তথ্যসূত্র-
১. সিয়ার ১০/৫৫৯, ২. তাহযীবুল কামাল ৪/৩৪৩, ৩. তাযকিরা ২/১২৫, ৪. তাহযীবুত তাহযীব ৩/৪৫৭।
· ইমাম আবু হানিফা রহ. এর জীবনী
· ইমাম শাফেয়ী রহ. এর জীবনী
· ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী
· ইমাম মালেক রহ. এর জীবনী