Narrow selection

ইমাম বুখারী (রহ.) এর সংক্ষিপ্ত জীবনী - Imam Bukharir Jiboni


14:13:39 06/02/2024

ইমাম বুখারী (রহ.) এর সংক্ষিপ্ত জীবনী

নাম : মুহাম্মাদ

উপনাম : আবূ আব্দুল্লাহ

উপাধি : আমীরুল মুমিনীন ফিল হাদীস

পিতার নাম : ইসমাঈল।

 

বংশ পরম্পরা :  আবূ আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম ইবনে মুগীরাহ ইবনে আহনাফ বারদিযবাহ আল জু’ফী আল বুখারী।

 

জন্ম তারিখ :

ইমাম বুখারী (রহ.) ১৯৪ হিজরীতে শাওয়াল মাসের ১৩ তারিখে জুমা’য়ার নামাযের পর খুরাসানের প্রসিদ্ধ শহর বুখারায় (বর্তমান উজ্বেকিস্তান) জন্মগ্রহন করেন।

 

শিক্ষকবৃন্দ :

আহমদ ইবনে হাম্বল, আব্দুল্লাহ ইবনে যুবাইর আল হুমাইদী, ইব্রাহীম ইবনে মুনযির আল হুযামী, হায়াত ইবনে শুরাইহ, মক্কী ইবনে ইব্রাহীম,কুতাইবা,ইসহাক ইবনে রাহওয়াই প্রমুখ।

 

ছাত্রবৃন্দ :

ইমাম বুখারী (রহ.) থেকে অসংখ্য ছাত্র হাদীস বর্ণনা করেছেন।

ইমাম ফারবরী (রহ.) থেকে বর্ণিত আছে যে,তিনি বলেন, ইমাম বুখারী (রহ.) থেকে নব্বই হাজার লোক সহীহ্ বুখারী (হাদীস) শ্রবণ করেছেন। কিন্তু এছাড়াও অসংখ্য লোক তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।

 

গ্রন্থ ও রচনাবলী:

ইমাম বুখারী (রহ.) প্রসিদ্ধ কতিপয় গ্রন্থের মধ্যে আছে- সহীহ বুখারী,আল মুসনাদুল কাবীর,আদাবুল মুফরাদ, রফউল ইয়াদাইন ফিস্ সলাত, বিররুল ওয়ালিদাইন, আত্ তারীখুল কাবীর, ইত্যাদি। এছাড়াও তিনি আরো অসংখ্য কিতাবে সংকলন ও রচনা করেছেন

 

ইন্তেকাল:

ইমাম বুখারী (রহ.) ২৫৬ হিজরীতে ৬২ বছর বয়সে রোজ শনিবার ঈদুল ফিতরের রাত্রিতে এশার নামাযের সময় পরলোক গমন করেন। অতপর ঈদুল ফিতরের দিন যোহর নামাযের পর সমরকন্দ শহর থেকে তিন মাইল দূরে খরতঙ্গ নামক স্থানে তাঁকে দাফন করা হয়।

 

ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

ইমাম মালেক রহ. এর জীবনী

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color