Narrow selection

যিনাকারীর শাস্তি কি?Jinar Shasti ki


14:09:01 06/09/2024

যিনাকারীর পাপের শাস্তি কি?

 

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, একবার জিনা করলে উভয়ই ৭০ হাজার বসর  জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই সময় যিনাকারীর উপর যন্ত্রণাদায়ক আজাব শুরু হবে। যিনাকারীকে যখন জাহান্নামে উপস্থিত করা হবে, তখন আগুন দ্বারা তার পেটের মধ্যে একটি সন্তান তৈরি করা হবে। অল্প সময়ের মধ্যে তা বড় হয়ে পেট ফেটে যাওয়ার উপক্রম হবে। এবং প্রসব বেদনা শুরু হবে।

 

যন্ত্রনার কারণে ভীষণভাবে চিৎকার করতে থাকবে, যাতে লোকেরা নিজেদের আযাব অপেক্ষা তার শাস্তির দরুন বেশি অস্থির ও হয়রান হয়ে পড়বে। তখন জেনাকারীদের খুব শক্ত করে বেঁধে সন্তানের গলায় লোহার শিকল লাগিয়ে তাকে বের করার জন্য টানাটানি শুরু করবে। কিন্তু কিছুতেই সন্তান বের হবেনা।

 

জেনাকারি মহিলা শিৎকার করতে থাকবে যখন তার আজাবের মেয়াদ ৭০ হাজার বছর শেষ হবে, তখন ঐ সন্তান প্রসব করবে। (নাউজুবিল্লাহ) এমন কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন।

 

হে ঈমানদার ভাই ও বোনেরা! স্মরণ রাখবেন যে, চোখের যিনা ছোট যিনা। এই ছোট যিনা হতেই বড় যিনার উৎপত্তি হয় কেননা টক দেখলে সবার মুখেই পানি আসে। আর না দেখলে কারো মুখে পানি আসে না।

 

তাই বলছি এখন ওই আজাবের কথা স্মরণ করে তওবা করে খাসপর্দা করুন। এবং অন্যান্য মা-বোনদেরকেউ ওই আজাবের কথা জানিয়ে দেন।

ওগো আল্লাহর বান্দা বান্ধিগণ! দুনিয়ার এই ক্ষণস্থায়ী হায়াত পেয়ে আমোদপ্রমোদে মত্ত হয়ে আখিরাতের চিরস্থায়ী স্থানকে আজাবের ঘর বানিয়ে যেওনা। দুনিয়াতে এসে দ্বিতীয়বার আমল করার সুযোগ আর পাবে না। এখনই সময় সৎকর্ম করার এবং পরকালে সুখের জায়গা তৈরি করার। আল্লাহ আমাদের কবুল করুন।

 

ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

ইমাম মালেক রহ. এর জীবনী

 

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color