মুমিনের বৈশিষ্ট্য নিম্নরুপ - Mominer alamot ki
14:06:20 06/05/2024
মুমিনের বৈশিষ্ট্য নিম্নরুপ
১। মুমিন হবে ইবাদতকারী।
২। মুমিন হবে তওবাকারী।
৩। মুমিন নামাজে বিনয়ী ও নিম্নরুপ।
৪। মুমিন আল্লাহর সাথে কাওকে শরীক করবে না।
৫। মুমিন নামাজ কায়েম করবে।
৬। মুমিন হবে আল্লাহর প্রশংসাকারী।
৭। মুমিন আল্লাহর দেয়া সীমা রক্ষা করবে।
৮। মুমিন কখনো হতাশ ও নিরাস হয় না।
৯। মুমিন হবে আল্লাহর অনুগত বান্দা ।
১০। মুমিন রাত কাটায় আল্লাহর ইবাদতে।
১১ । মুমিন অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে।
১২। মুমিন সত্যবাদী হবে।
১৩। মুমিন হবে ধৈয্যশীল।
১৫। মুমিন মিথ্যাবাদী ও মিথ্যা সাক্ষী দিবে না।
১৬। মুমিন হবে পরস্পর ভাই ভাই।
১৭। মুমিন রাত কাটায় আল্লাহর ইবাদতে।
১৮।মুমিন নিজের নামাজের ব্যাপারে যতœবান হয়।
১৯। মুমিন ভীত হয়ে যায় আল্লাহর স্মরণে।
২০। মুমিন সর্বদা আল্লাহর আযার থেকে পানাহ চায়।
অর্থ্যাৎ আমাদের সকলের মুমিন হতে হবে। আমাদের আল্লাহর সন্তষ্টি অর্জন করতে হবে।আমাদের জান্নাতে যেতেই হবে। আল্লাহ দেয়া আদেশগুলো আমাদের মানতে হবে আর আল্লাহর দেয়া নিষেধগুলো বর্জন করতে হবে।