নবীজির চাচা ও ফুফুগণের নাম কি? - Muhammad s er chacha gon
14:18:18 06/08/2024
নবীজির চাচা ও ফুফুগণের নাম কি?
নবীজির চাচা ও ফুফুগণের নাম: একজন মুসলিম হিসেবে নবীজি (স.) এর পরিবার সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। নিচে নবীজি (স.) এর চাচা ও ফুফুদের নাম উল্লেখ করা হয়েছে।
রাসুলুল্লাহ (স.) এর পিতা আব্দুল্লাহসহ আব্দুল মুত্তালিবের ১০ জন পুত্র সন্তান ছিল বলে ইবনে হিশাম রহ. বর্ণনা মতে তারা হলেন,
১. হামজাহ (রা.)
২. আব্বাস (রা.)
৩. আবু তালিব
৪. আবু লাহাব
৫. যুবাইর
৬. মুকাওয়াম
৭. দিরার
৮. মুগিরা
৯. আব্দুল্লাহ
১০. আল হারিছ
আল্লামা ইবনে কাছির (রহ) আরো ৩ জনের নাম উল্লেখ করেছেন।
১১. আব্দুল কা’ব
১২. আল গিদাক
১৩. কাছাছ।
নবীজির ফুফুগণ: ইবনে হিশাম এর মতে আব্দুল মুত্তালিব এর কন্যা সন্তান ছিল ৬ জন। তারা হলেন-
১. সাফিয়্যা
২. উম্মু হাকিম আল বায়দা
৩. আতিকা
৪. উমায়মা
৫. আরওয়া
৬.বাররাহ
আব্দুল মুত্তালিব এর সন্তানাদির মধ্যে আল-হারিস ছিলেন সবার বড়। আর আব্বাস (রা.) ছিলেন সবার ছোট এদের মধ্যে কেবল হযরত আব্বাস (রা.) ও হযরত হামজা (রা.) ইসলাম গ্রহণ করেছিলেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী