Narrow selection

শা'বী রহ. এর জীবনী - Shabi Rah. biography


15:40:00 12/14/2023

শা'বী রহ. এর জীবনী

নাম : আমের।

উপনাম : আবু আমর

পিতার নাম : শারাহীল।

তিনি একজন প্রসিদ্ধ তাবেয়ী ছিলেন।

জন্ম : তিনি ১৭ হিজরীতে জন্মগ্রহণ করেন।

 

গুণাবলী : তিনি একজন ইমাম এবং হাফেজে হাদীস ছিলেন। অসংখ্য সাহাবী থেকে তিনি হাদীস শ্রবণ করেছেন। তিনি নিজেই বর্ণনা করেন- আমি পাঁচশত সাহাবীর সাক্ষাত পেয়েছি। আমি কোন কিছু লিপিবদ্ধ করিনি। বরং সব হাদীস মুখস্থ করে রেখেছি। ফেকাহ শাস্ত্রে তাঁর গভীর দখল ছিলো। মাকহুল বলেন- আমি শাবী থেকে অধিক জ্ঞানী কাউকে দেখিনি। তিনি একসময় কৃষ্ণার গভর্ণরও ছিলেন।

 

যাঁদের থেকে রেওয়ায়েত করেছেন : হযরত আলী, আবু হুরাইরা, ইবনে আব্বাস, আয়েশা ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহুম প্রমূখ সাহাবী থেকে তিনি হাদীস রেওয়ায়েত করেছেন। ইমাম আবু হানিফা সহ অনেক রাবী তাঁর থেকে রেওয়ায়েত করেছেন।

 

মৃত্যু : ১০৪ হিজরীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।

 

 

তথ্যসূত্র-

১. সিয়ার ৫/২৬২, ২. তাহযীবুল কামাল ৫/১৩৯, ৩. তাযকিরা ১/৬৩, ৪. আততারীখুল কাবীর ৬/২৪১, ৫. তাহযীবুত তাহযীব ৪/১৫৬।

 

·        ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

·        ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

·        ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

·        ইমাম মালেক রহ. এর জীবনী


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color