সুফিয়ান সাওরী রহ. এর জীবনী - Sufian Sauri Rah. Biography of
15:34:52 12/14/2023
সুফিয়ান সাওরী রহ. এর জীবনী
নাম : সুফিয়ান।
উপনাম : আবু আব্দুল্লাহ আল-কূফী।
পিতার নাম : সাঈদ।
নেসবতী নাম : সাওরী।
তিনি একজন শীর্ষস্থানীয় তাবে-তাবেয়ী।
জন্ম : তিনি ৯৯ মতান্তরে ৯৭হিজরীতে সুলায়মান ইবনে আব্দুল মালেকের খেলাফতকালে জন্মগ্রহণ করেন।
গুণাবলী : জগদ্বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাওরী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন মুসলমানদের ইমাম। তিনি একজন মুত্তাকী, হাফেজে হাদীস ছিলেন। তাঁর মেধাশক্তি ছিল প্রখর। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন-
আমি এগারশত ওস্তাদ থেকে হাদীস লিপিবদ্ধ করেছি, কিন্তু সুফিয়ান থেকে উত্তম কারো থেকে বর্ণনা করিনি। শুবা বলেন- সুফিয়ান হলেন আমীরুল মুমিনীন ফিল হাদীস।
যাঁদের থেকে তিনি রেওয়ায়েত করেছেন : সুফিয়ান সাওরী রহমাতুল্লাহি আলাইহি যাঁদের থেকে হাদীস রেওয়ায়েত করেছেন তাঁদের মধ্যে উল্যেখযোগ্য কয়েকজন হলেন- তাঁর পিতা সাঈদ, আবু ইসহাক শায়বানী, আব্দুল্লাহ ইবনে উমায়ের, সালামা ইবনে কুহাইল, আ'মাশ, মুগীরাহ, হাম্মাদ ইবনে সুলায়মান, আমর ইবনে মুররাহ ও হেশাম ইবনে উরওয়া রহমাতুল্লাহি আলাইহিম প্রমূখ।
মৃত্যু : তিনি ১৬১ হিজরীতে বসরায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
তথ্যসূত্র-
১. সিয়ার ৭/১৬৬, ২. তাহযীবুল কামাল ৪/২৫৩, ৩. তাযকিরা ১/১৫১, ৪. আততারীখুল কাবীর ৪/৯৫, ৫. তাহযীবুত তাহযীব ৩/৩৯৭, ৬. হিলইয়া ৫/২৮৩।