Narrow selection

তাফসীর কাকে বলে? উসুলে তাফসীর কী? - Tafsir Kake Bole


14:18:44 06/02/2024

তাফসীর কাকে বলে? উসুলে তাফসীর কী?

সংজ্ঞা : تفسير শব্দটি فسر শব্দ থেকে নির্গত। অর্থ খোলা,স্পস্ট করা, কোন জিনিসকে বিস্তারিত বর্ণনা করা ইত্যাদি। পারিভাষিক অর্থে তাফসীর বলা হয়, যাতে পবিত্র কুরআনে উল্লেখিত শব্দসমূহের অর্থ সম্পর্কে শরীয়াত ও আরবী ভাষায় নিয়ম অনুযায়ী মানুষের সামর্থ অনুসারে আলোচনা করা হয়। 

 

উদ্দেশ্য : পবিত্র কুরআনে ব্যবহৃত শব্দ সমূহের অন্তর্গত পরিচয় লাভ করা।

 

আলোচ্য বিষয় : পবিত্র কুরআনের আয়াত সমূহ।

ইলমুত তাফসীরের পাঠ্য কিতাব : তাফসীরে বায়যাবী, তাফসীরে জালালাইন শরীফ ১,২।

উসুলে তাফসীর কাকে বলে?

 

পরিচয় : উসুল অর্থ- মূল নীতি আইন। আর তাফসীরের অর্থ ব্যাখ্যা-বিশ্লেষণ, বিশদ বিবরণ ইত্যাদি। সুতরাং উসুলে তাফসীর অর্থ ব্যাখ্যাদানের নিয়ম বা তাফসীরের মূলনীতি।

পারিভাষিক অর্থ : ইলমে উসুলে তাফসীর এমন কতকগুলো মূলনীতি জানার নাম।

যা দ্বারা পবিত্র কুরআনে উল্লেখিত বাক্য সমূহের উদ্দেষ্ট অর্থের ব্যাখ্যা এবং শরীয়তের আহকাম শুদ্ধরূপে বের করা যায়।

 

লক্ষ্য-উদ্দেশ্য : রাসুলুল্লাহ (স.) এর হাদিস এবং সাহাবায়ে কিরামের আচার (আমল) অনুযায়ী পবিত্র কোরআন থেকে শরীয়তের আহকাম সমূহ বের করার যোগ্যতা অর্জন করা।

 

আলোচ্য বিষয় : সংজ্ঞায় উল্লেখিত দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআনের আয়াতসমূহ।

ইলমু উসুলিত তাফসীর এর কিতাব : আল ফাউযুল কাবীর।

 

ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

ইমাম মালেক রহ. এর জীবনী

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color