তাফসীর কাকে বলে? উসুলে তাফসীর কী? - Tafsir Kake Bole
14:18:44 06/02/2024
তাফসীর কাকে বলে? উসুলে তাফসীর কী?
সংজ্ঞা : تفسير শব্দটি فسر শব্দ থেকে নির্গত। অর্থ খোলা,স্পস্ট করা, কোন জিনিসকে বিস্তারিত বর্ণনা করা ইত্যাদি। পারিভাষিক অর্থে তাফসীর বলা হয়, যাতে পবিত্র কুরআনে উল্লেখিত শব্দসমূহের অর্থ সম্পর্কে শরীয়াত ও আরবী ভাষায় নিয়ম অনুযায়ী মানুষের সামর্থ অনুসারে আলোচনা করা হয়।
উদ্দেশ্য : পবিত্র কুরআনে ব্যবহৃত শব্দ সমূহের অন্তর্গত পরিচয় লাভ করা।
আলোচ্য বিষয় : পবিত্র কুরআনের আয়াত সমূহ।
ইলমুত তাফসীরের পাঠ্য কিতাব : তাফসীরে বায়যাবী, তাফসীরে জালালাইন শরীফ ১,২।
উসুলে তাফসীর কাকে বলে?
পরিচয় : উসুল অর্থ- মূল নীতি আইন। আর তাফসীরের অর্থ ব্যাখ্যা-বিশ্লেষণ, বিশদ বিবরণ ইত্যাদি। সুতরাং উসুলে তাফসীর অর্থ ব্যাখ্যাদানের নিয়ম বা তাফসীরের মূলনীতি।
পারিভাষিক অর্থ : ইলমে উসুলে তাফসীর এমন কতকগুলো মূলনীতি জানার নাম।
যা দ্বারা পবিত্র কুরআনে উল্লেখিত বাক্য সমূহের উদ্দেষ্ট অর্থের ব্যাখ্যা এবং শরীয়তের আহকাম শুদ্ধরূপে বের করা যায়।
লক্ষ্য-উদ্দেশ্য : রাসুলুল্লাহ (স.) এর হাদিস এবং সাহাবায়ে কিরামের আচার (আমল) অনুযায়ী পবিত্র কোরআন থেকে শরীয়তের আহকাম সমূহ বের করার যোগ্যতা অর্জন করা।
আলোচ্য বিষয় : সংজ্ঞায় উল্লেখিত দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআনের আয়াতসমূহ।
ইলমু উসুলিত তাফসীর এর কিতাব : আল ফাউযুল কাবীর।