Narrow selection

তাফসীরে জালালাইন এর লেখক - Tafsire Jalaliner lekhok


01:01:33 06/03/2024

তাফসীরে জালালাইন এর লেখক


আল্লামা জালালুদ্দিন মহল্লী রহ.
নাম: মোহাম্মদ
উপাধি: জালালুদ্দিন
পিতার নাম : আহমদ
দাদার নাম : মোহাম্মদ


তিনি ৭৯১ হিজরীর শাওয়াল মাসে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন : আল্লামা জালাল উদ্দিন রহ. প্রথমে পবিত্র কুরআন হিফজ্ করেন। এবং প্রাথমিক কিতাবাদি পড়ে সমাপ্ত করেন। অতঃপর তিনি আল্লামা বাইজুরী ও আল্লামা বালকিয়ানী রহ. এর নিকট উসূলে ফিকাহ্, আল্লামা ইয ইবনে জাম’য়া রহ. এর নিকট উসূল, শিহাব উদ্দিন আযমী রহ. এর নিকট মানতিক, ইলমে মায়ানী, ইলমে বায়ান, ইলমে উরুয ইত্যাদি শিক্ষা লাভ করেন।

 

কর্মজীবন : আল্লামা জালালুদ্দিন প্রথমে কাপড়ের ব্যবসা করতেন। কিছুদিন পর নিজ ব্যবসায় অন্য একজন লোক নিযুক্ত করে তিনি দরস তাদরিসের কাজে আত্মনিয়োগ করেন। অসংখ্য ছাত্র তার নিকট এলেম হাসিল করেছে। সে দেশের সেই সময়ের বাদশা তাকে কাজির পদে নিয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। কারণ তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান প্রচার এর পেশা বেছে নিয়েছিলেন। ফলে অন্যান্য কোন কর্মে তিনি আত্মনিয়োগ করেন নি।

 

রচনাবলী তিনি অসংখ্য গ্রন্থ প্রণয়ন করেন তারমধ্যে জিমউল জাওয়ামে মিনহাজে ফারয়ী প্রভৃতি উল্লেখযোগ্য। পবিত্র কুরআনের শেষ ১৫ পাড়া তাফসির লেখার পর বাকি ১৫ পারা তাফসীর লেখার ইচ্ছা পোষণ করে সূরা ফাতেহার তাফসীর লিখতে শুরু করেছিলেন। কিন্তু তার মৃত্যুর ঘন্টা বেজে উঠলো। বাস্তবায়ন করতে পারেননি। পরবর্তীতে তার সুযোগ্য ছাত্র আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহ. তার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন।

 

ইন্তেকাল : ৮৫৪ হিজরীর রমজান মাসের ১৫ তারিখে দুনিয়া থেকে বিদায় নেন। কায়রোতে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জালালাইন শরীফ : জালালাইন শরীফ তাফসীরের একটি সংক্ষিপ্ত কিতাব। পবিত্র কুরআনের আরবী তরজমা বললেও চলে। এতে কঠিন কঠিন শব্দ গুলোকে সহজ সরল শব্দ দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এ কিতাবে মাঝেমধ্যে আয়াতের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য আয়াতের শেষে ছোট ছোট বাক্য সংযোজন করা হয়েছে। আবার কখনও কখনও প্রয়োজনীয় কোন ঘটনাকে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে।

 

তাফসীরে জালালাইন সারা পৃথিবীতে ব্যাপকভাবে জনপ্রিয় এবং পাঠকদের জন্য খুবই সহজ। কওমি অঙ্গনে এটি কম্পালসারি সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে। এটি সবার নিকট গ্রহণীয় কিতাব।

 

ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

ইমাম মালেক রহ. এর জীবনী

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color