Narrow selection

টেলিফোনে চাঁদ দেখার খবর - Telephone a chand Dekhar Khobor


14:19:24 06/12/2024

টেলিফোনে চাঁদ দেখার খবর

 

টেলিফোনে চাঁদ দেখা যাওয়ার সংবাদ দাতা পরিচিত মানুষ হতে হবে , উহার মধ্যে কোনো অস্পষ্টতাও না থাকতে হবে ,তার কথার উপর মোটামুটি একটা বিশ্বাস থাকতে হবে এবং চাঁদ দেখা যাওয়ার সংবাদদাতা নিজ এলাকায় শররীয়াত সম্মত সিদ্ধন্তেরও খবর দিচ্ছে এমন হলে, ঐ খবর গ্রহণযোগ্য ধরে তার জন্যে ব্যক্তিগত ভাবে উহার উপর উপর আমল করা জায়েয আছে। ওয়াজীব হবে না। (ফাতাওয়ায়ে রশীদিয়া ৪৫০ পূষ্ঠা, কেফায়াতুল মুফতী ৪/২০৪)

 

পত্রিকার মাধ্যমে চাঁদ দেখার খবর

যদি পত্রিকার দায়িত্বশীল বাক্তি নির্ভরযোগ্য লোক হয় এবং একাধিক পএিকায় চাঁদ দেখা যাওয়ার সংবাদ ছাপা হয় হয় এবং তা সত্য হওয়ারও প্রবল ধারণা হয়; তাহলে ব্যক্তিগত ভাবে ঐ সংবাদের উপর আমল করার অনুমতি আছে। কিনÍ শরীয়াত সম্মত ভাবে ‘তরীকে মূজিব’ না হওয়ার কারণে উহার আমল করা ওয়াজেব হবে না। (কেফায়াতুল মুফতী ৪/২০৯)

 

টেলিগ্রাফে চাঁদ দেখার সংবাদ

টেলিগ্রাফে চাঁদ দেখার সংবাদ শরীয়াতে টেলিগ্রাফের খবরের কোনো গ্রহণযোগ্যতা নেই। যদি টেলিগ্রাফকারী অমুসলিম না হয় এবং পাঠানো সংবাদের উপর সত্য হওয়ার বিশ্বাস থাকে ; তাহলে যার কাছে খবর পাঠানো হয়েছে ব্যক্তিগত ভাবে সে উহার উপর আমল করতে বাধ্য করতে পারবে না। (ফতাওয়া রশীদিয়া ৪৫০পৃষ্ঠা)

 

ইমাম আবু হানিফা রহ. এর জীবনী

ইমাম শাফেয়ী রহ. এর জীবনী

ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী

ইমাম মালেক রহ. এর জীবনী

 

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color