টেলিফোনে চাঁদ দেখার খবর - Telephone a chand Dekhar Khobor
14:19:24 06/12/2024
টেলিফোনে চাঁদ দেখার খবর
টেলিফোনে চাঁদ দেখা যাওয়ার সংবাদ দাতা পরিচিত মানুষ হতে হবে , উহার মধ্যে কোনো অস্পষ্টতাও না থাকতে হবে ,তার কথার উপর মোটামুটি একটা বিশ্বাস থাকতে হবে এবং চাঁদ দেখা যাওয়ার সংবাদদাতা নিজ এলাকায় শররীয়াত সম্মত সিদ্ধন্তেরও খবর দিচ্ছে এমন হলে, ঐ খবর গ্রহণযোগ্য ধরে তার জন্যে ব্যক্তিগত ভাবে উহার উপর উপর আমল করা জায়েয আছে। ওয়াজীব হবে না। (ফাতাওয়ায়ে রশীদিয়া ৪৫০ পূষ্ঠা, কেফায়াতুল মুফতী ৪/২০৪)
পত্রিকার মাধ্যমে চাঁদ দেখার খবর
যদি পত্রিকার দায়িত্বশীল বাক্তি নির্ভরযোগ্য লোক হয় এবং একাধিক পএিকায় চাঁদ দেখা যাওয়ার সংবাদ ছাপা হয় হয় এবং তা সত্য হওয়ারও প্রবল ধারণা হয়; তাহলে ব্যক্তিগত ভাবে ঐ সংবাদের উপর আমল করার অনুমতি আছে। কিনÍ শরীয়াত সম্মত ভাবে ‘তরীকে মূজিব’ না হওয়ার কারণে উহার আমল করা ওয়াজেব হবে না। (কেফায়াতুল মুফতী ৪/২০৯)
টেলিগ্রাফে চাঁদ দেখার সংবাদ
টেলিগ্রাফে চাঁদ দেখার সংবাদ শরীয়াতে টেলিগ্রাফের খবরের কোনো গ্রহণযোগ্যতা নেই। যদি টেলিগ্রাফকারী অমুসলিম না হয় এবং পাঠানো সংবাদের উপর সত্য হওয়ার বিশ্বাস থাকে ; তাহলে যার কাছে খবর পাঠানো হয়েছে ব্যক্তিগত ভাবে সে উহার উপর আমল করতে বাধ্য করতে পারবে না। (ফতাওয়া রশীদিয়া ৪৫০পৃষ্ঠা)
ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী