ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্নত্তর - islam o noitik shikkha MCQ class 9
14:15:37 06/05/2024
ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্নত্তর
বহুনির্বাচনি প্রশ্ন:
১। শরিয়াত শব্দের অর্থ কী?
(ক) উৎস (খ) সূত্র
(গ) পথ (ঘ) সরল
২। জীবনপদ্ধতী আইন-কানুন, বিধি-বিধান অর্থে ব্যবহৃত হয় কেন?
(ক) শরিয়াত (খ) মারেফাত
(গ) ইসলাম (ঘ) তাসাউফ
৩। ইসলামী পরিভাষায় শরিয়াত কী?
(ক) আত্বশুদ্ধি (খ) ইসলামী কার্যনীতি
(গ) ইসলামী জ্ঞার অর্জন (ঘ) প্রচলিত কার্যনীতি
৪। আল্লাহ ও রাসুলের পূর্ণ আনুগত্য করা কীসের দাবি?
(ক) শরিয়াতের (খ) মারেফাতের
(গ) বিজ্ঞানের (ঘ) সাধারণ শিক্ষার
৫। সূরা মায়েদায় আল্লাহ কিসের ঘোষণা দিয়েছেন?
(ক) ইমানের পূর্ণতার (খ) জ্ঞানের পূর্ণতার
(গ) আকাইদের পূর্ণতার (ঘ) শরিয়াতের পূর্ণতার
৬। শরিয়াত কিসের দিকনির্দেশনা দেয়?
(ক) জীবন পরিচালনার (খ) নেতৃত্ব লাভের
(গ) জ্ঞান লাভের (ঘ) শিক্ষা প্রদানের
৭। আল কুরআন শরিয়াতের কততম উৎস?
(ক) প্রথম (খ) দ্বিতীয়
(গ) তৃতীয় (ঘ) চতুর্থ
৮। লাওহে মাহফুজ অর্থ কী?
(ক) বিশেষ স্থান (খ) সংরক্ষিত ফলক
(গ) সংরক্ষিত গুহা (ঘ) গোপন স্থান
৯। কোন আসমানি কিতাবটি খন্ড খন্ড করে নাযিল হয়েছে?
(ক) তাওরাত (খ) যাবুর
(গ) ইঞ্জিল (ঘ) কুরআন
১০। কুরআন মাজিদ অবতরণ হয়েছে কত বছরে
(ক) ২২ (খ) ২৩ (গ) ২৪ (ঘ) ২৫
১১। মানব জীবনের সব সমস্যার সমাধান রয়েছে কোন গ্রন্থে?
(ক) আল কুরআন (খ) আধুনিক বিজ্ঞান
(গ) দর্শন শাস্ত্রে (ঘ) হাদীস শাস্ত্রে
১২। হযরত আবু বকর (রা.) কাকে কুরআন সংকলনের দায়িত্ব অর্পণ করেন?
(ক) মুয়াবিয়া (রা.) (খ) উমর (রা.)
(গ) উসমান (রা.) (ঘ) যায়েদ ইবনে সাবিত (রা.)
১৩। মহানবী (স) সাতটি রীতিতে কুরআন তেলাওয়াতের অনুমতি দিয়েছিলেন কেন?
(ক) কুরআন পাঠ সহজ করার জন্য
(খ) ইসলামের বিস্তৃতির জন্য
(গ) আরবীদের চাপে পরে
(ঘ) কুরআনের ভাষা সাতটি হওয়ার জন্য
১৪। কার খেলাফতকালে কুরআন পাঠে মতানৈক্য দেখা দেয়?
(ক) আবু বকর (রা.) (খ) উমর (রা.)
(গ) উসমান (রা.) (ঘ) আলী (রা.)
১৫। উসমান (রা.) এর আমলে কুরআন তেলাওয়াতে মতানৈক্য দেখা দেওয়ার কারণ কী?
(ক) অনারবদের আরবী ভাষায় অজ্ঞতা
(খ) ইসলামী খিলাফত ব্যপক বিস্তৃতি
(গ) কুরআনের ব্যপক পরিবর্তন পরিবর্ধন
(ঘ) বিভিন্ন গোত্রীয় রীতিতে কুরআন পাঠ
১৬। হযরত যায়েদ ইবনে সাবিত (রা.) প্রথমে কার কাছ থেকে কুরআনের প্রথম পান্ডুলিপি সংগ্রহ করেন?
(ক) উসমান (রা.) (খ) আলি (রা.)
(গ) হাসান (রা.) (ঘ) হাফসা (রা.)
১৭। হযরত যায়েদ ইবনে সাবিত (রা.) প্রথম থেকে আরো কয়টি কপি তৈরি করেন?
(ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯
১৮। কুরআনের কপি তৈরির পর মূল কপি কার কাছে রাখা হয়?
(ক) আয়েশা (রা.) (খ) হাফসা (রা.)
(গ) যয়নব (রা.) (ঘ) মাইমুনা (রা.)
১৯। জামিউল কুরআন অর্থ কী?
(ক) কুরআন মুখস্তকারী (খ) কুরআন পাঠকারী
(গ) কুরআন একত্রকারী (ঘ) কুরআন প্রচারকারী
২০। জামিউল কুরআন বলা হয় কাকে?
(ক) আবু বকর (রা.) (খ) যায়েদ বিন সাবিত (রা.)
(গ) উসমান (রা.) (ঘ) ওমর (রা.)
১. গ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. ক, ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. খ, ১৯. গ, ২০. গ।